সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৬:৫৪ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হলেন জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার শেখ মোরসালিনসহ ৪৯ জন।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে — এ ইউনিটের অধীনে ৪৯ জন ভর্তির সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের নাম প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পছন্দের বিষয়ের ফরম কলা অনুষদের অফিস থেকে নির্ধারিত ফি প্রদান করে ও পূরণ করে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা, নিলুফার ইয়াসমিন নিলা, মিডফিল্ডার শেখ মোরসালিন, ক্রিকেটার তাওহীদ হৃদয়, অনূর্ধ্ব-১৯ দলের আরিফুল ইসলাম, নারী অনূর্ধ্ব-১৯ দলের রিয়া আক্তার শিখা, বক্সার খন্দকার আরিফ হাসানসহ অনেকেই এ তালিকায় রয়েছেন।
অ্যাথলেটিকস থেকে মো. আবুল বাশার, আব্দুল মজিদ, গৌরব অধিকারী, কে. এম সেলিম রেজা এই চারজন মনোনীত হয়েছেন।
এছাড়াও খো খো থেকে দুজন, সাঁতার থেকে একজন, রোল বল থেকে একজন, উশু থেকে একজন, ব্যাডমিন্টন থেকে তিনজন, হকি থেকে পাঁচজন এবং ভলিবল থেকে চারজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
এছাড়াও তায়াকান্দো, জুডো, হ্যান্ডবল, কারাতে, শুটিং থেকে ক্রীড়াবিদদের প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির মিটিংয়ে ক্রীড়াবিদদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রসঙ্গত, ২০০২-০৩ সেশনে খেলোয়াড় কোটায় ভর্তিকৃত ছাত্রদের অধিকাংশই ছিল অখেলোয়াড়। এর ফলে জন্ম হয় নানা বিতর্কের। ফলস্বরূপ পরবর্তী সেশন অর্থাৎ ২০০৩-২০০৪ সেশন থেকে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী মনোনয়ন বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০ বছর পর পুনরায় চালু হলো খেলোয়াড় কোটা। এখন থেকে এই কোটায় আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা।