অলিম্পিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২১, ০৬:১৫ এএম

অলিম্পিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মহামারি করোনাভাইরাসের দাপটের মাঝেই পর্দা উঠলো এক বছর পিছিয়ে যাওয়া  ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের।  জাপানের টোকিওতে গতকাল বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছে দর্শকবিহীন উদ্বোধনী অনুষ্ঠান।

অলিম্পিকে ফুটবল শুরু হয়েছে আগেই। বাংলাদেশের আর্চার রোমান সানাদের ইভেন্টও শুরু হয়ে যায়। তবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গতকাল। আজ থেকে পুরো দমে চলবে গেমস। 

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাপানের সম্রাট নারুহিতো। ১৯৬৪ সালে অলিম্পিকের উদ্বোধন করেছিলেন তার দাদা সম্রাট হিরোহিতো। উপস্থিত আছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

অ্যাথলেটদের প্যারেড দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সবার আগে স্টেডিয়ামে প্রবেশ করেন গ্রিসের অ্যাথলেটরা। এরপর অলিম্পিক কমিটির শরনার্থী দল। তারপর ইংরেজি অদ্যাক্ষর ‘আই’ দিয়ে শুরু হওয়া দুই দেশ আইসল্যান্ড ও আয়ারল্যান্ড স্টেডিয়ামে প্রবেশ করেছে।

অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলেটরাও চালিয়েছেন একক অনুশীলনে। টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হলো সে দৃশ্য। জাপানের নার্স ও বক্সার তাসুবাদা মঞ্চের মাঝখানে গিয়ে একাই দৌঁড়ান বেশ কিছুক্ষণ।

Link copied!