ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বাংলাদেশের করোনা পরিস্থিতি কেমন জানতে চেয়েছে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে তারা। যদিও বাংলাদেশে করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। যদি অস্ট্রেলিয়ার সরকার এই সিদ্ধান্ত নেবে। তাদের সরকার নিরাপদ বোধ করলেই কেবল দলকে পাঠাবে।
২৯ জুলাই অসি দল বাংলাদেশে আসছে ধরে নিয়েই সিরিজ আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বিসিবি। ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট ম্যাচ রেখে সূচিও করে ফেলেছে।
অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার কথা ওয়েস্ট ইন্ডিজ থেকে টি২০ ও ওয়ানডে সিরিজ শেষ করে। উইন্ডিজের বিপক্ষে এখন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে তারা। সিরিজের বাকি দুটি ম্যাচ খেলবে ১৪ ও ১৭ জুলাই। ২০ ওভারের ম্যাচের ক্রিকেট শেষ হলে বিশ্বকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলবে তারা। সিরিজটি শেষ হবে ২৫ জুলাই। সেখান থেকে চার্টার্ড ফ্লাইটে করে আসার কথা বাংলাদেশে। নির্ধারিত সময়েই অসি বাহিনী খেলতে আসছে ধরে নিয়েই সিএর চাহিদামতো পরিকল্পনা এগিয়ে নিচ্ছে বিসিবি। তাদের চাওয়া মতো দুই দলের জন্য হোটেল ঠিক করা হচ্ছে ইন্টারকন্টিনেন্টালকে।