তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ১০ রানে হারিয়ে এই প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে এটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১১৭ রানে থেমে যায়।
মোস্তাফিজুর রহমান অবিশ্বাস্য বোলিং করেছেন। ৪ ওভারে ৯ রান দিয়েছেন। মূলত অস্ট্রেলিয়া তার ৪ ওভারেই হেরেছে। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন মিচেল মার্শ। এছাড়া ম্যাকডারমট ৩৫ ও অ্যালেক্স ক্যারি ২০ রানে অপরাজিত ছিলেন।
বাঁহাতি পেসার শরীফুল ২৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন।
১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর মার্শ-ম্যাকডারমট ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন। ম্যাকডারমটকে সাকিব ফিরিয়ে এই জুটি ভাঙেন। এরপর হেনরিকস-মার্শকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৩। ১৯তম ওভারে মোস্তাফিজ মাত্র ১ রান দিয়ে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২২।
কিন্তু ১১৭ রানের বেশি করতে পারেনি অজিরা। বাংলাদেশ জিতেছে ১০ রানে। টানা তিন ম্যাচ জিতে প্রথমবারের মতো যে কোনো ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ।