অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

ক্রীড়া ডেস্ক

জুলাই ৩০, ২০২১, ১০:৫৮ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ

আগামী ৩ আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দল গতকাল দেশে ফিরেছে। জিম্বাবুয়েতে সফল হয়ে ফিরেছে তারা। এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এখন কেমন হতে পারে একাদশ। মোস্তাফিজের চোট রয়েছে। লিটনের সমস্যা তো রয়েছেই। তাহলে উপায়? 

দ্য রিপোর্ট জানতে পেরেছে, জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ টি-টোয়েন্টি ম্যাচের দলটিই পছন্দ সবার। এখানে সবার বলতে নীতি নির্ধারকদের। কারণ উপায় যেহেতু নেই। যারা ২০ জুলাই কোয়ারেন্টিনে প্রবেশ করেছেন কেবল তারাই খেলবেন। বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়ের বায়ো-বাবল থেকে এসে আবার বাংলাদেশের বায়ো-বাবলে প্রবেশ করেছে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা দলটিই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারে সেটা ধারণা করা যায়। 

লিটন দাস, তামিম, মুশফিক, আমিনুল বিপ্লবকে ছাড়া কেমন করে বাংলাদেশ সেটাই দেখার বিষয়। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অসাধারণ খেলেছিল বাংলাদেশ। 

 

Link copied!