আবার মহারাজের বিষে নীল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ১১, ২০২২, ০৮:৫৬ পিএম

আবার মহারাজের বিষে নীল বাংলাদেশ

কেশব মহারাজের ঘূর্নিতে নাকাল বাংলাদেশ আজ পোর্ট এলিজাবেথ টেস্টে হারল ৩৩২ রানে। ডারবানে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ২২০ রানে। ২ টেস্টের সিরিজ জিতে নিল প্রোটিয়ারা। মহারাজ ৪০ রানে ৭ উইকেট নেন। প্রথম ইনিংসে তার ২ উইকেট ছিল। 

বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টেস্টে সেভাবে লড়াই করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা ৪১৩ রানের টার্গেট দিয়েছিল। বাংলাদেশ আজ ৮০ রানে অলআউট হয়েছে। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন লাঞ্চের ১ ঘন্টা আগে ৭ উইকেট হারায় বাংলাদেশ। গতকাল তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৩ উইকেটে ২৭ রান। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর শেষ। তারা এখন ফিরে আসবে দেশে। 

কেশব মহারাজ প্রথম টেস্টে ৭ উইকেট পেয়েছিলেন। ১৬ উইকেট এই সিরিজে তার। প্রথম টেস্টে তার ঘূর্নিতে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হয়। এবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৮০ রানে শেষ। 

এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ২১৭ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা গতকাল ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে ৪১৩ রানের টার্গেট এসে সামনে দাঁড়ায়। 

বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারিয়েছে তারা। মুমিনুল ৫ ও মুশফিক ১ রানে আউট। এরপর শুধু লিটন ও মিরাজের বলার মত স্কোর রয়েছে। লিটন ২৭ ও মিরাজ ২০ রান করেন। মহারাজের দিনের ৩ উইকেট পেয়েছেন হারমার।

৩৩২ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ। ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল। ৩৮৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা ছিল ২৭ আর হাতে ছিল ৭ উইকেট। ১ ঘণ্টা পেরোনোর আগেই বাংলাদেশ অলআউট হয় ৮০ রানে। মহারাজ একাই নেন ৭ উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন লিটন দাস। মেহেদি হাসান মিরাজ ২০ ও তামিম ইকবাল করেন ১৩ রান। এ ছাড়া দুই অঙ্কের মুখ দেখেননি কোনো ব্যাটসম্যান। 

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৪৫৩ রনে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানের বেশি করতে পারেনি। সফরকারীদের ফলোঅনে না ফেলে ২৩৬ রানে এগিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ৬ উইকেটে ১৭৬ রানে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৩। গতকাল শেষ বিকেলে খেলেতে নেমে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ডারবান টেস্টের পুনরাবৃত্তিই যেন হল। দিনের শুরুতে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে হার মানতে হয়।

 

 

 

Link copied!