আমরা দলীয় ভাবে খেলবো : মোসাদ্দেক

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২২, ০৮:৪৬ পিএম

আমরা দলীয় ভাবে খেলবো : মোসাদ্দেক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় নাম দলে টানতে পারেনি সিলেট সানরাইজার্স। অবশ্য অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানালেন, এসব নিয়ে তারা আলাপ করেছেন। একটা ইউনিট বা দল হিসেবে তিনি খেলতে চান। 

সিলেটে বড় কোনো তারকা নেই। এই ব্যাপারটি নিয়ে খুব একটা ভাবছেন না মোসাদ্দেক। তিনি বলেছেন,‘আমাদের দলে হয়তো সুপারস্টার নেই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফর্মার। সবাই যদি নিজেদের দিনে ভালো খেলতে পারে তাহলে অবশ্যই ভালো একটা ফল আশা করা যায়।’ 

মোসাদ্দেক মনে করেন, পরিকল্পনা ভাল করলে ফল আসবে। দলের শক্তি নির্ভর করে, সুন্দর পরিকল্পনা ও কাজে লাগাতে পারার ক্ষমতার ওপর। 

Link copied!