আমাদের পাঁচজন ছাড়াও দল জিততে পারে : সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০২:২৩ এএম

আমাদের পাঁচজন ছাড়াও দল জিততে পারে : সাকিব

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিক ও সাকিব ফিগ ফাইভ। নিউজিল্যান্ডের মাটিতে তামিম ও সাকিব ছিলেন না। মাহমুদউল্লাহ রিয়াদ অবসরে। মাশরাফি অনেক আগেই টেস্ট ছেড়েছেন। শুধু মুশফিক ছিলেন মাউন্ট মঙ্গানুইয়ের জয়ের ম্যাচে। ২ টেস্ট সিরিজের প্রথমটি ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ। আর এই জয়ের পর সাকিব গতকাল একটি অনুষ্ঠানে বলেছেন,‘ আমি খুশি আমাকে ছাড়া দল জিতেছে। আমি থাকা না থাকা এখানে ব্যাপার না।’

একসময় মনে করা হতো বাংলাদেশের ফিগ ফাইভ মানেই জয় বা সফলতা। আজ দিন বদলেছে। এ প্রসঙ্গে সাকিব বলেছেন,‘আপনারা মিডিয়ার লোকেরা সেটা মনে করেন যে আমাদের ৫ জন ছাড়া আর কেউ নাই। সেটা আবার ভুল প্রমাণিত হয়েছে। 

সাকিব সিলেটে যাবেন। সেখানে ৯ জানুয়ারি অনুষ্ঠেয় বিসিএলের ওয়ানডে তে খেলবেন তিনি ওয়ালটনের হয়ে। তবে ২১ জানুয়ারি অনুষ্ঠেয় বিপিএল নিয়ে কথা বলেছেন। ফরচুন বরিশালের হয়ে খেলবেন সাকিব। তিনি বলেন,‘আমার কাছে মনে হয় ভালো একটি ভারসাম্যপূর্ণ দল হয়েছে। যদিও সব দলই সমান গুরুত্বপূর্ণ। আটজন লোকাল খেলোয়াড় খেলতে পারবে, দলগুলোর ভেতরে খুব একটা পার্থক্য নেই। এখন মাঠের ভেতরে যারাই ভালো পারফরম করবে তারাই ভালো করবে। দেখুন এখানে মাত্র ছয়টি দল অংশগ্রহণ করে। কোনো দল চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কিছু চিন্তা করে না। দল জিতলেই আমি খুশি। আমার কখনওই ব্যক্তিগত লক্ষ্য থাকে না।

 

 

 

Link copied!