ডিসেম্বর ২০, ২০২২, ০৮:৫০ এএম
কানাডার বিখ্যাত র্যাপার ড্রেক বলছেন, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এজন্য ১ মিলিয়ন ডলার বাজি ধরেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ কোটি টাকা। তারপরও বাজিতে হেরে গেলেন ড্রেক। কিন্তু কেন?
ড্রেক হেরেছেন বাজির শর্তের কারণেই। তাঁর বাজিটা ছিল, বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে আর্জেন্টিনা হারাবে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে টাইব্রেকারে। নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে খেলা ৩-৩ গোলে ড্র হওয়ার পর গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের কল্যাণে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনা ৩৬ বছর পর জিতে নেয় বিশ্বকাপ। আর এতেই কপাল পোড়ে ড্রেকের। খোয়ালেন ১০ কোটি ৬৩ লাখ টাকা।
তবে এত টাকা হারিয়েও মন খারাপ হয়নি ড্রেকের। আর্জেন্টিনা জিতেছে, এতেই নাকি তিনি খুশি।
কানাডিয় সিটকম ‘ডেগ্রাসি’র হাইস্কুল স্টুডেন্টের চরিত্রে অভিনয় করে শোবিজ দুনিয়ায় আত্মপ্রকাশ করেন ড্রেক। সেলেব্রেটি নেট ওর্থের দেওয়া তথ্য অনুয়ায়ী, ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক এই ব়্যাপার।