ইতিহাসের রচনার দিনে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২১, ০৪:০৪ এএম

ইতিহাসের রচনার দিনে সুপার লিগের শীর্ষে বাংলাদেশ

বারবার বৃষ্টি বাগড়া দেওয়ার পরেও ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের পাশাপাশি ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠে তামিম ইকবালের দল। বৃষ্টি আইনে বাংলাদেশ জিতেছে ১০৩ রানে। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৩ রানে শ্রীলংকাকে হারায়। 

মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ২৪৬ রান করে বাংলাদেশ। টার্গেটে খেলেত নেমে ৯ উইকেট হারিয়ে ১৪১  রান করে  সফরকারীরা। ২৮ মে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি রয়েছে। ওই ম্যাচটি এখন নিয়মরক্ষার। তবে বাংলাদেশ চাইবে হোয়াইটওয়াশ করতে।   

শ্রীলঙ্কার ব্যাটসম্যানের সর্বোচ্চ ২৪ রান

শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই এদিন ২৪ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ২৪ রান আসে দানুশকা গুণাথিলাকার ব্যাট থেকে। এ ছাড়া ২০ রান করেন পাথুম নিসানকা। আর সবাই ২০ রানের নিচে। 

মুশফিকে ভর করে বড় সংগ্রহ করে বাংলাদেশ

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট করে নেন মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া দুটি উইকেট নেন সাকিব আল হাসান। ১টি উইকেট নেন অভিষিক্ত শরিফুল। এর আগে মুশফিকের ১২৫ রানে ভর করে বাংলাদেশ ২৪৬ রান করে। এ ছাড়া মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ৪১ রান। ম্যাচসেরা হয়েছেন মুশফিক। ক্যারিয়ারে এটি মুশফিকের অষ্টম সেঞ্চুরি। ১০টি চারের সৌজন্যে সাজানো তার ইনিংসটি। 

প্রথম সিরিজ জয়

বাংলাদেশ ৯ম সিরিজে এসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। এর আগে সর্বোচ্চ ৬বার সিরিজ জেতে শ্রীলঙ্কা। দুটি সিরিজ ড্র হয়।

বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে বাংলাদেশ 

বাংলাদেশ বিশ্বকাপ সুপার লিগে ৮ ম্যাচ খেলে জিতেছে ৫টিতে। প্রতি ম্যাচ জয়ে রয়েছে ১০ পয়েন্ট। বাংলাদেশ ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। বাংলাদেশ ৩টি ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এছাড়া ৩টি ওয়েস্ট ইন্ডিজ ও ২টি জয় এই শ্রীলংকার বিপক্ষে। 

 

 

Link copied!