এনামুল হক জুনিয়র ২২ বছর ধরে ‘লিস্ট এ’ ক্রিকেট খেলছেন। ১৩২ ম্যাচে উইকেট শিকার করেছেন ১৬৯টি। কিন্তু কখনো ক্যারিয়ারে ৫ উইকেট পাননি। শনিবার তার ২২ বছরের অপেক্ষার পালা ফুরানোর ব্যবস্থা করলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।
ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ৯.১ ওভার বল করে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে ৫টি উইকেট নেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের এনামুল জুনিয়র। যা তার ‘লিস্ট এ’ ক্রিকেট ক্যারিয়ারে প্রথম ফাইফার। ৩৮.১ ওভারে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪৩ রান তাড়া করতে নেমে ৯ রানে প্রথম ও ৪৬ রানে দ্বিতীয় উইকেট হারালেও জয় পেতে বেশি বেগ পেতে হয়নি রূপগঞ্জ টাইগার্সকে। তৃতীয় উইকেটে আসিফ আহমেদ রাতুল ও ফজলে মাহমুদ রাব্বীর ৮৪ রানের ইনিংসে ভর করে ৩৬.২ ওভারে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ টাইগার্স।
এটা মোহামেডানের পঞ্চম হার। ৮ ম্যাচের ৩টি জিতে ও ৫টিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান করছে মোহামেডান। অন্যদিকে অষ্টম ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের এটা পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পঞ্চম স্থানে।