সৌদি আরবের রিয়াদে চাঁদের হাট বসেছিল। স্প্যানিশ সুপারকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবল ম্যাচটি যেন হয়ে উঠেছিল বক্সিং রিংয়ের মত। রিয়াল মাদ্রিদ ২ বার লিড নিলেও বার্সেলোনা সমতায় ফেরে। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের ফাইনালে নিয়ে যান ভালভার্দে। যিনি অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন। ২০২২ সালের প্রথম এল ক্ল্যাসিকো রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-২ ব্যবধানে।
ম্যাচের বয়স তখন ২৫ মিনিটে। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র দারুণ ক্ষিপ্রতায় গোল করেন। হাফ টাইমের ৩ মিনিট আগে গোলটি শোধ করে দেন লুক ডি ইয়ং। ৭২ মিনিটে করিম বেনজেমা আবারো গোল করে রিয়ালকে লিড এনে দেন। ৮৩ মিনিটে ভবিষ্যতের মেসি খ্যাত আনসু ফাতি বার্সেলোনাকে সমতাসূচক গোলটি এনে দিলে স্কোরলাইন হয়ে যায় ২-২। ৯০ মিনিটের খেলায় ফল সমতায় ছিল।
অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। ভালভার্দে বার্সেলোনার রক্ষণ ভেঙে জয়সূচক গোলটি করেন। বার্সা আর ম্যাচে ফিরতে পারেনি। অবিশ্বাস্য জয় বেনজেমাদের। আজ মেসি ও রোনালদোর লড়াই নেই বটে। তবে ভবিষ্যতের তরুণ তারকারা বাঁচিয়ে রেখেছে রিয়াল-বার্সার জমকালো দ্বৈরথ।