লাল সবুজদের প্রতিপক্ষ মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন

এশিয়ান কাপের এইচ গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

মে ২৬, ২০২৩, ০৫:২৫ এএম

এশিয়ান কাপের এইচ  গ্রুপে বাংলাদেশ

এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাইয়ে এইচ গ্রুপে পড়েছে বাংলাদেশ। লাল সবুজদের প্রতিপক্ষ মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইন। ৪-১২ সেপ্টেম্বর থাইল্যান্ডে হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। 

বাংলাদেশ গতবারের তুলনায় কিছুটা সহজ গ্রুপে পড়েছে এবার। গতবারের বাছাইয়ে কুয়েত ও সৌদি আরবের গ্রুপে পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। কুয়েতের বিপক্ষে লড়াই করে ১-০ গোলে হারের পর সৌদি আরবের কাছে বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে। টানা দুই হারে গ্রুপের তলানিতে থেকে ছিটকে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ১০ গ্রুপে ভাগ করা হয় ৪৩ দেশকে। ‘কে’ গ্রুপে রয়েছে তিন দল। 

প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরবের সঙ্গে জে- গ্রুপে রয়েছে কম্বোডিয়া, লেবানন ও মঙ্গোলিয়া। ভারত ও মালদ্বীপ খেলবে জি-গ্রুপে আমিরাত ও চীনের সঙ্গে। বাছাইয়ে গ্রুপ সেরা ১১ দল ও সেরা চার রানার্সআপসহ ১৬ দল পাবে চূড়ান্ত পর্বে খেলার টিকেট। এই প্রতিযোগিতা বিবেচিত হবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকসের ফুটবল ইভেন্টের বাছাই হিসেবেও। ফলে শীর্ষ তিন দল অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

Link copied!