কোপা আমেরিকায় তৃতীয় কলম্বিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ০৯:১৪ এএম

কোপা আমেরিকায় তৃতীয় কলম্বিয়া

ব্রাসিলিয়ার মানে গারিনচা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি জিতে নিল কলম্বিয়া। শনিবার সকালে কোপা আমেরিকার স্থান নির্ধারনী ম্যাচে তারা পেরুকে ৩-২ গোলে হারায়। 

পেরু এই আসরে ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরেছে। অপরদিকে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরেছিল কলম্বিয়া। কলম্বিয়া এখন তৃতীয় হওয়ার স্বাদ নিয়ে ঘরে ফিরবে। 

কলম্বিয়ার হয়ে লুইজ ডায়াজ ২টি গোল করেছেন। অপর গোলটি কোয়াড্রাদোর। তবে ম্যাচটি ২-২ সমতা ছিল অতিরিক্ত সময় অবধি। ডায়াজ যোগ করা সময়ে (৯০+৪) জয়সূচক গোলটিও করেন।  

Link copied!