জাতীয় বাজেট

খেলাধুলার উন্নয়নে বরাদ্দ ১৩০৩ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

জুন ২, ২০২৩, ০১:৩২ এএম

খেলাধুলার উন্নয়নে বরাদ্দ ১৩০৩ কোটি টাকা

২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালনা ও উন্নয়ন ব্যয়ের জন্য মোট ১ হাজার ৩০৩ কোটির বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি দেশের ৫২তম ও অর্থমন্ত্রীর পঞ্চম বাজেট।
গত বছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৬২৮ কোটি টাকা। যা এবারের বাজেটের চেয়ে ৩২৫ কোটি টাকা বেশি ছিল। ফলে এবারের ক্রীড়া মন্ত্রণালয়ে বাজেট কমেছে।  

বৃহস্পতিবার (১জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন।

গত ২০২২-২৩ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল ১৬২৮ কোটি টাকা। আর প্রথমে বাজেট ধরা হয়েছিল ১,২৭৫ কোটি টাকা।

অর্থমন্ত্রী জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত বাজেট বক্তৃতায় বলেন, ‘শারীরিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ বিনোদনের মাধ্যম হিসাবে ক্রীড়াজগতের উন্নয়ন প্রয়োজন। তাই আধুনিক স্টেডিয়াম, জিমনেশিয়াম,  সুইমিংপুল সহ বিভিন্ন ক্রীড়া অবকাঠামো নির্মাণ ও সংস্কার এবং ক্রীড়া ক্লাবসমূহে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী প্রদান করা হচ্ছে। তাছাড়া ‘উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প’ হাতে নেয়া হয়েছে। প্রকল্পের প্রথম পর্যায়ে ১২৫ টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরোও ১৮৬ টি উপজেলায় স্টেডিয়ামের নির্মাণ কাজ চলমান রয়েছে।’

Link copied!