চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রাহামোভিচ ক্লাব বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি ইউক্রেনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত সকলের সুবিধার জন্য’ সমস্ত নেট আয় দান করবেন।
আব্রাহামোভিচ বেশ কষ্ট পেয়েছেন সিদ্ধান্তটি নিতে। তিনি জানান, বেঁচে দেওয়ার সিদ্ধান্তটি কঠিন হলেও নিতে হয়েছে। ৫৫ বছর বয়সী ধনকুবের আব্রাহামোভিচের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা সবাই জানেন। ইউক্রেন ও রাশিয়ার এই সংকটে তাকে ক্লাব ছেড়ে নিতে হবে এটা লেখা হয়ে যায়।
২০০৩ সালে চেলসি কিনে নেন রোমান। খেলার প্রতি ভালবাসা ও তাড়না থেকেই তিনি ক্লাবটির মালিকানা ও অন্যান্য দায়িত্ব পালন করেছেন।