আগামী মৌসুম থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আর থাকছে না অ্যাওয়ে গোলের নিয়ম। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা একে ‘ফুটবলের যুগান্তকারী’ ঘটনা বলে দাবি করেছেন।
প্রায় অর্ধ শতাব্দী ধরেই চলা ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাবান এই আসরের গুরুত্বপূর্ণ নিয়ম বাতিল করার বিষয়টি জানিয়েছে উয়েফা। সংস্থাটির সভাপতি কেফেরিন মনে করেন, যে কারণে ইউরোপ সেরার আসরে এই নিয়মটি চালু করা হয়েছিলো বর্তমানে তা উয়েফার মূল উদ্দেশ্যের বিপরীতে চলে। অ্যাওয়ে গোলের কারণে দলগুলি অতি রক্ষণাত্মক ফুটবল খেলে। যা চ্যাম্পিয়ন লিগের নক আউট স্টেজের ম্যাচগুলোয় বিরক্তির বড় কারণ হয়ে দাঁড়ায়।
চ্যাম্পিয়নস লিগে ম্যাচের ফলাফল সমান হলে খেলা অতিরিক্ত সময়ে গড়াবে (৩০ মিনিট)। আর অতিরিক্ত সময়েও যদি খেলার ফলাফল না আসে তাহলে টাইব্রেকারে ম্যাচ নিষ্পত্তি হবে।