চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পোর্তোয়

ক্রীড়া ডেস্ক

মে ১৪, ২০২১, ০৮:৫৫ এএম

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পোর্তোয়

করোনা মহামারী ও ভ্রমণ নিষেধাজ্ঞায় বদলে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু। ২৯ মে ইস্তাম্বুলে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় ইংল্যান্ডের ফাইনালে ওঠা দুটি ক্লাব চেলসি ও ম্যানচেস্টার সিটি সেখানে যেতে পারবে না। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজনের কথা উঠলেও সেটা বাতিল হয়ে যায়। শেষে সিদ্ধান্ত হয়েছে পর্তুগালের পোর্তোয় হবে ফাইনাল। 

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দুটি দলই ইংল্যান্ডের। চেলসি লন্ডন ও সিটি ম্যানচেস্টারের ক্লাব। পোর্তো শহরের স্টেডিয়ামটির নাম এস্তাদিও দো দ্রাগাও। আর এই ফাইনালে দুই ক্লাবের ৬ হাজার করে সমর্থকও উপস্থিতি থাকার অনুমতি পেয়েছেন।

চেলসি ২০১২ সালের পর প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে। আর ম্যানসিটি ইতিহাসে এই প্রথম শিরোপা জয়ের লড়াইয়ে নামবে। চেলসি একবারের চ্যাম্পিয়ন। অন্যদিকে এটাই সিটির প্রথম ফাইনাল।  

 

Link copied!