বাংলাদেশ জাতীয় টি-২০ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক মাহমুদুল্লাহ। আর তার ভায়রা ভাই জাতীয় দলের আরেক ব্যাটিংস্তম্ভ মুশফিকুর রহিম। সম্প্রতি পাকিস্তান সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। মুশফিকের বাদ পড়া বা বিশ্রাম নিয়ে কথা বলেছেন দলীয় অধিনায়ক। তিনি জানিয়েছেন, অভিজ্ঞ এই ব্যাটসম্যানের (মুশফিক) অভাব অনুভব করবেন তিনি।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিকের দলে না থাকা প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি এটুকু বলতে পারি, মুশফিককে মিস করব। তবে এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘মুশফিক কি বলেছে, আমি জানি না। সিরিজের আগে এই ধরনের প্রশ্নে মন্তব্য না করাই ভালো। আমার অবস্থান নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে অনেক কথাই বলা হবে। আমার মনে হয়, মুশফিক সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারবে টিম ম্যানেজমেন্ট।’
কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর একই ভেন্যুতে হবে।