জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে মুমিনুল হকের দল। মঙ্গলবার ভোর চারটায় লাল সবুজের প্রতিনিধিরা হারারের পথ ধরেন।
টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন ১৮ জন। তাদের মধ্যে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে যাবেন। বাকি ১৭ জন আজ যাচ্ছেন। কাতার এয়ারলাইন্সের একটি বিমানে শুরুতে কাতারে যাবে দল। সেখান থেকে গন্তব্য জিম্বাবুয়ের হারারে শহর।
এবার তিন ধাপে জিম্বাবুয়ে যাবেন ক্রিকেটাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল যাবে আগামী ৮ ও ১২ জুলাই।
টেস্ট স্কোয়াড:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।