চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের দলের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিং সহায়ক পিচে প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানদের বিপক্ষে ৪ উইকেটে জয়লাভ করে। ৩ ম্যাচের সিরিজে এখন ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ জিতলে সিরিজ তাদের। আর আফগানিস্তান চাইবে সিরিজ বাঁচিয়ে রাখতে।
বাংলাদেশের একাদশে পরিবর্তন নেই। প্রথম ওয়ানডে ম্যাচের দলটিই তারা রেখেছে। তবে আফগানিস্তানের একাদশে রয়েছে ৩ পরিবর্তন। রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতউল্লাহ ওমরজাই দলে প্রবেশ করেছেন। বাদ পরেছেন ইব্রাহিম, ইয়ামিন ও নায়িব।
বাংলাদেশ দল : তামিম, লিটন, সাকিব, মুশফিক, ইয়াসির, মাহমুদউল্লাহ, আফিফ, মিরাজ, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ।
আফগানিস্তান দল : গুরবাজ, রিয়াজ, রহমত, হাসমাতউল্লাত, নাজিবুল্লাহ, নবি, রশিদ, মুজিব , ফরিদ, ফজলহক, আজমতউল্লাহ।