টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

আগস্ট ১৮, ২০২১, ০৮:৫৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন দেখেন মাহমুদউল্লাহ

দুই মাস পরেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমান-ডুবাইয়ে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের দলের অভিজ্ঞ ও তরুণদের নিয়েই তার স্বপ্ন। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি; দ্য রিপোর্টের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। 

 

বিশ্বকাপ নিয়ে কী ভাবনা? 

মাহমুদউল্লাহ: আমি মনে করি সব দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশেষ করে আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমরা কিছু সিরিজ খেলছি। আমরা যদি ভালো করতে পারি এবং আত্মবিশ্বাস অর্জন করতে পারি বিশ্বকাপ শুরুর আগে এই সিরিজগুলো জিতে তাহলে তা আমাদের দলের জন্য বড় বুস্ট হবে।

 

কী পরিকল্পনা নিয়ে এগোবেন?

মাহমুদউল্লাহ: আমি মনে করি টি-টোয়েন্টি বিশ্বকাপের মত টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি যেই প্রতিপক্ষের সাথেই খেলেন না কেনো প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আপনাকে শুরুর বল থেকেই সেরাটা খেলতে হবে। মাইন্ড ফ্রেম ঠিক রেখে আপনি টিম প্রসেসে ফোকাস রাখলে সব ম্যাচ জিততে পারবেন।

 

বাংলাদেশের শক্তির জায়গা কোথায় দেখছেন? 

মাহমুদউল্লাহ: আমি মনে করি আমাদের শক্তির জায়গা হল আমাদের অলরাউন্ডাররা ও আমাদের বোলিং ডিপার্টমেন্ট। আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টও বেশ ভালো। আমি মনে করি আমাদের দলে ভালো ব্যালান্স আছে। বিশেষ করে দলে আমরা ৫-৬ জন অলরাউন্ডার যারা বল ও ব্যাট করতে পারি। এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা দারুণ কাজ করছে। তাছাড়া আমাদের স্পিন ডিপার্টমেন্ট তো আমাদের শক্তির জায়গা হিসাবে আছেই। যদি আমরা তাদের সাহায্য পাই তাহলে ভালো ফল করতে পারব।

 

কাদের নিয়ে এমন প্রত্যাশা?

মাহমুদউল্লাহ: যদি আমাকে কয়েকটি প্লেয়ারের নাম বলতে হয় আমি প্রথমেই বলবো সাকিবের (সাকিব আল হাসান) নাম। সে নাম্বার ওয়ান অলরাউন্ডার, আমাদের দলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এছাড়া মুশফিক (মুশফিকুর রহিম) ও মুস্তাফিজ (মুস্তাফিজুর রহমান) আছে। আফিফ (আফিফ হোসেন ধ্রুব), শামীম (শামীম হোসেন), সোহান (নুরুল হাসান সোহান) এর মত বেশ কিছু ইয়াংস্টার আছে যারা নিজেদের জন্য ও দলের জন্য ভালো করছে। এই ইয়াংস্টারদের দিকে চোখ রাখতে হবে বলে মনে করি।

Link copied!