জল্পনা সত্যি করে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল রোহিত শর্মার নাম। ফলে তিন ফর্ম্যাটেই অধিনায়ক হলেন রোহিত। আজ এক সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা। পাশাপাশি আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করা হয়। এই সিরিজে সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ। টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি ও ঋষভ পন্থকে।
বিরাট টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর রোহিতের নামটাই ছিল সবার আগে। যদিও রোহিতের চোট আঘাতের জন্য বিকল্প নামও ঘোরাঘুরি করছিল। শেষে এক অধিনায়কের নীতিতেই শিলমোহর দিল বোর্ড। প্রত্যাশামত শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা। এই জুটি দীর্ঘ সময় ধরে অফ ফর্মে রয়েছে। একাধিক ম্যাচে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তাঁদের কড়়া বার্তা দেওয়া হয়। এরপর রঞ্জি দলে নাম লেখান তাঁরা। সেখানে গিয়ে রাহানে কিছুটা ফর্মে ফিরলেও পূজারা ব্যর্থ হন। তাঁদের আরও সময় দিতেই এই জুটিকে সুযোগ দেননি নির্বাচকরা।
গত বছরের ডিসেম্বর মাসে অজিঙ্কা রাহানেকে টেস্টে সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে বসানো হয় রোহিত শর্মাকে। এরপর রোহিত আর টেস্ট খেলেননি। ফলে অধিনায়ক রোহিতের এটাই হতে চলেছে প্রথম টেস্ট। ১ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। প্রথমটি হবে মোহালিতে। দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুতে। এটি হতে চলেছে দিন রাতের টেস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে শার্দূল ঠাকুরকে।
আজ দল ঘোষণার সময় ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচক চেতন শর্মা বলেন, “সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচক কমিটি অনেক ভেবেছে। আমি প্লেয়ারদের সঙ্গেও কথা বলেছি। রাহানে ও পূজারাকে বলেছিল যে আমরা তাঁদের ২ ম্যাচের জন্য দেখছিল না। তাদের জন্য দরজা খোলা আছে। এই ২ ম্যাচে আমরা অন্যদের সুযোগ দিতে চাই। ওরা আপাতত রঞ্জি খেলুক।” টেস্টে ফিরছেন রবীন্দ্র জাদেজা।
শ্রীলঙ্কার সিরিজের জন্য ঘোষিত টি-২০ দল : রোহিত শর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান।
টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হনুমা বিহারি, শুভমন গিল, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেসের উপর নির্ভর করবে), জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, সৌরভ কুমার