টেস্ট র‍্যাংকিংয়ে চারে নামল ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২১, ০৮:০৮ পিএম

টেস্ট র‍্যাংকিংয়ে চারে নামল ভারত

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে হেরে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানে নেমে এসেছে ভারত। এরফলে এবার ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা দেশটির জন্য অনেক কঠিন পড়েছে। অপরদিকে ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, এই মুহুর্তে যা অবস্থা তাতে এই সিরিজে ভারতকে আর হারা চলবে না। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জেতে হলে ভারতকে এখনও পেতে হবে ৭০ পয়েন্ট। সেক্ষেত্রে বাকি ৩টি টেস্টের একটিতে ড্র-সহ কমপক্ষে ২টি টেস্ট জিততেই হবে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় রদবদল দেখা যায়। এই মুহুর্তে ৪১২ পয়েন্ট ও ৭০.২ জয়ের শতাংশ নিয়ে শীর্ষে ইংল্যান্ড। এতে দ্বিতীয় স্থানে নেমেছে নিউজিল্যান্ড, যদিও তারা এরইমধ্যে ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। ভারত ৪৩০ পয়েন্ট পেলেও জয়ের শতাংশ ৬৮.৩ হওয়ায় তারা নেমে গেছে ৪ নম্বরে। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

Link copied!