ডরিয়েলটনের দ্রুততম হ্যাটট্রিক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১১:৪৬ পিএম

ডরিয়েলটনের দ্রুততম হ্যাটট্রিক

 

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম হ্যাটট্রিক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজের। দ্রুত সময়ের হ্যাটট্রিকও বটে। মাত্র ছয় মিনিটের ব্যবধানে তিন গোল করেন ডরিয়েলটন। তার হ্যাটট্রিকের সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী। রোববার টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারায় আকাশী হলুদ শিবির। তিন ম্যাচে আবাহনী সাত পয়েন্ট নিয়ে শেখ জামালের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছে। অন্য দিকে সমান ম্যাচ খেলে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি রহমতগঞ্জ।

পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জের বিপক্ষে ৩৯ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল ঢাকা আবাহনী। ৪০ মিনিটে ১-০, ৪৩ মিনিটে ২-০ এবং প্রথমার্ধের অন্তিম সময়ে ৩-০। মাত্র ৬ মিনিটের ব্যবধানে আবাহনীকে ৩-০ গোলে এগিয়ে দেওয়ার নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের প্রথম হ্যাটট্রিক করলেন আবাহনীর এই ব্রাজিলিয়ান। তাতে প্রথমার্ধে আবাহনী এগিয়ে গেলো ৩-০ গোলের ব্যবধানে। সেই সঙ্গে সর্বোচ্চ গোলের দৌঁড়ে শেখ জামালের নাইজেরিয়ান ম্যাথু চিনেদুকে (৩ গোল) টপকে গেলেন ডরিয়েলটন। পাঁচ গোল নিয়ে সবাইকে ছাড়িয়ে এখন শীর্ষে এই ব্রাজিলিয়ান।

ম্যাচের ৪০-৪৫ এই ছয় মিনিটে দানিয়েল কলিনদ্রেস ও ডরিয়েলটনের ঝড়ে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় রহমতগঞ্জ। ডরিয়েলটনের তিন গোলের মধ্যে দুই গোলের যোগানদাতা বিশ্বকাপে খেলা কোস্টারিকান ফুটবলার কলিনদ্রেস। তাই হ্যাটট্রিক পূর্ণ করে হলুদ কার্ডের চোখ রাঙানি উপেক্ষা করে দানিয়েল কলিনদ্রেসের সামনেই নিজের জার্সি খুলে ফেলেন এই ব্রাজিলিয়ান।

৪০ মিনিটে কলিনদ্রেসের কর্ণার থেকে হেডে গোল করেন ডরিয়েলটন। তার নেওয়া হেড ওয়ালী ফয়সালের সামনে ড্রপ খেয়ে বল গোললাইন অতিক্রম করে (১-০)। মিনিট তিনেক পর দানিয়েলের পাসে বক্সে বল নিয়ে প্রবেশ করেন ডরিয়েলটন। গোলকিপারকে কোনো প্রকার সুযোগ না দিয়ে বল জালে জড়ান (২-০)। প্রথমার্ধের অন্তিম সময়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান। মিডফিল্ড থেকে পাওয়া এক থ্র“তে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে প্লেসিংয়ে বল জালে জড়িয়ে হ্যাটট্রিক উদযাপন করেন ডরিয়েলটন (৩-০)।

এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের ৩৯ মিনিটে কিরগিজস্তানের ডিফেন্ডার আইজার আকমাতভের দেওয়া গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল। এই জয়ে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে শেখ রাসেল। হেরেও ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাইফ।

Link copied!