দিনের বোলিং শুরুটাও দারুন হল টাইগারদের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২১, ১০:৪৯ এএম

দিনের বোলিং শুরুটাও দারুন হল টাইগারদের

দিনের শুরুটা এরচে আর ভাল কীভাবে হতে পারত? প্রথম বলেই মিলল উইকেট। বাংলাদেশের এমন কামড়, তাতে দমে না গিয়ে ওয়েস্ট ইন্ডিজের রান প্রবাহ কিন্তু কমল না। পরে আবারও বাংলাদেশের আঘাত। সব মিলিয়ে প্রথম ঘণ্টায় দারুণ এক লড়াই-ই জমে উঠল চট্টগ্রাম টেস্ট।

টেস্টের তৃতীয় দিন প্রথম পানি পানের বিরতির সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১৩৮। দুই উইকেট হারালেও প্রথম ঘণ্টায় ক্যারিবিয়ানরা ১৬ ওভারেই তুলেছে ৬৩ রান।

২ উইকেটে ৭৫ রান রান নিয়ে দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিন গড়া ব্র্যাথওয়েট ও এনক্রুমা বনারের ৫১ রানের জুটি নতুন দিনে এগোতে পারেনি এক ধাপও। তাইজুল ইসলামের করা দিনের প্রথম বলেই বনার ক্যাচ দেন ম্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে।

ওই ওভারেই ধরা দিতে পারত আরেক উইকেট। নতুন ব্যাটসম্যান কাইল মেয়ার্স সুযোগ দেন তৃতীয় বলেই। কিন্তু উইকেটের পেছনে ক্যাচ নিতে পারেননি লিটন দাস। তার কাছ থেকে ফসকে আসা বল প্রথম স্লিপে লুফে নিতে পারেননি শান্তও।

এরপর বাংলাদেশের আলগা বোলিংয়ের সুযোগ নিয়ে অভিষিক্ত মেয়ার্স খেলতে থাকেন একের পর এক শট। রানের চাকাও ঘুরতে থাকে দ্রুত। ৪৯ রানে দিন শুরু করা অধিনায়ক ব্র্যাথওয়েটও এগোতে থাকেন স্বচ্ছন্দে।

আগের দিন দারুণ বোলিং করা মুস্তাফিজুর রহমান ২ ওভারে দেন ১৮ রান। তাইজুল, নাঈম হাসানরাও শর্ট বল করেন প্রচুর। ব্র্যাথওয়েট-মেয়ার্স জুটির পঞ্চাশ আসে ৬৫ বলেই। শেষ পর্যন্ত দারুণ টার্নিং এক বলে এই জুটিতে ৫৫ রানে থামান নাঈম। অফ স্টাম্পের বেশ বাইরে পিচ করা বল তীক্ষ্ণভাবে অনেকটা টার্ন করে ঢোকে ভেতরে। অফ স্টাম্পের বাইরে দিয়ে যাবে ভেবে ছেড়ে দেন ব্র্যাথওয়েট। বল ছোবল দেয় স্টাম্পে। ক্যারিবিয়ান অধিনায়ক থামেন ১২ চারে ১১১ বলে ৭৬ রান করে।

এরপর নতুন ব্যাটসম্যান জার্মেইন ব্ল্যাকউডকে ফেরানোর দুটি সুযোগ পায় বাংলাদেশ। শূন্য রানেই নাঈমের বলে তার ক্যাচ নিতে পারেননি লিটন। নাঈমের বলেই ২ রানে শর্ট লেগে ক্যাচ নিতে পারেননি বদলি ফিল্ডার ইয়াসির আলি চৌধুরি।

ইয়াসির ফিল্ডিং করছেন সাকিব আল হাসানের জায়গায়। আগের দিন নিজের বলে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান লাগায় তৃতীয় দিনে মাঠে নামতে পারেননি সাকিব।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন প্রথম পানি পানের বিরতি পর্যন্ত) :

বাংলাদেশ ১ম ইনিংস : ৪৩০

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : (আগের দিন ৭৫/২) ৪৫ ওভারে ১৩৮/৪ (ব্র্যাথওয়েট ৭৬, বনার ১৭, মেয়ার্স ৩২*, ব্ল্যাকউড ৩*; মুস্তাফিজ ১০-২-৩৬-২, সাকিব ৬-১-১৬-০, মিরাজ ৭-২-২৪-০, তাইজুল ১৩-৩-৩৭-১, নাঈম ৯-০-২৪-১)।

সর্বশেষ: এ রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা ১১টা) ওয়েস্ট ইন্ডিজ ৫৫ ওভারে ৫ উইকেটে ১৭১।

Link copied!