ঢাকা টেস্ট ও সিরিজ বাঁচানোর লড়াই এখন বাংলাদেশের। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। এখনো তারা ১০৭ রানে পিছিয়ে।
আসিথা ফার্নান্দো ২টি ও রাজিথা নিয়েছেন ১ উইকেট। নাজমুল হোসেন শান্ত হয়েছেন রান আউট।
প্রথম ইনিংসে বাংলাদেশকে বাঁচিয়েছিলেন লিটন ও মুশফিক। সেই দুজনই অপরাজিত আছেন ১৪ ও ১ রানে। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪ রানে ৫ উইকেট চলেছিল। সেখান থেকে দুই সেঞ্চিুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ করে।
শ্রীলংকা আজ তাদের প্রথম ইনিংসে ৫০৬ রানে অলআউট হয়। সাকিব আল হাসান ৫টি ও এবাদত ৪ উইকেট নেন। সাকিব টেস্ট ক্যারিয়ারে ১৯তম বারের মত ৫ উইকেট পেলেন।
প্রথম ইনিংস থেকে ১৪১ রানের বড় লিড পেয়েছে লংকানরা। এই ইনিংসে শ্রীলংকার পক্ষে দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত ১৪৫ ও দিনেশ চান্দিমাল ১২৪ রান করেন। ম্যাথুস আউট হননি। তিনি অপরাজিত ছিলেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৮২ রান করেছিলো শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৮ ও দিনেশ চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে সেঞ্চুরির স্বাদ নেন ম্যাথুস ও চান্দিমাল।
ম্যাথুসের ৩৪২ বলের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা ছিলো। ২১৯ বল খেলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন চান্দিমাল।