এবার পারলেন না মরিনহো

নাটকীয়তা শেষে চ্যাম্পিয়ন সেভিয়া

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৩, ০৬:৩৭ পিএম

নাটকীয়তা শেষে চ্যাম্পিয়ন সেভিয়া

হোসে মরিনহো ইউরোপের কোনো ধরণের ফাইনালে কখনো হারেননি। এ প্রথম সেভিয়ার কাছে তার ক্লাব রোমা হেরে গেল। বুধবার বুদাপেস্টে ফাইনাল ছিল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ টাইব্রেকে যায়। সেখানে। ৪-১ ব্যবধানে জিতে সেভিয়া চ্যাম্পিয়ন। ১৮ বছরে এ নিয়ে ৭ বার ইউরোপা লিগ জিতল স্পেনের ক্লাবটি। 

সামনের মৌসুমে সেভিয়া সরাসরি চ্যাম্পিয়নস লিগ খেলবে। স্পেন থেকে এবার ৫টি ক্লাব সেখানে কোয়ালিফাই করেছে। স্পেনের রাজত্ব ফুটবলে চলছেই।

ইউরোপা লিগের ছয় ফাইনালের একটিতেও হারেনি সেভিয়া। অন্যদিকে এএস রোমা প্রধান কোচ হোসে মরিনহো ইউরোপিয়ান ফাইনালে অপ্রতিরোধ্য। 

প্রথমার্ধের শেষ দিকে পাওলো দিবালার গোলে এগিয়ে ছিল ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে জানলুকা মানচিনির আত্মঘাতী গোলে লিড হারায় তারা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-১ গোলে ড্রয়ে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও ফলটা পাল্টায়নি। পরে টাইব্রেকে রোমাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেভিয়া।

ইউরোপা লিগে এটা স্প্যানিশ ক্লাবটির সপ্তম শিরোপা। সবকটি শিরোপাই সেভিয়া জিতেছে গত ১৮ বছরের মধ্যে। ট্রফি জয়ে তাদের ধারেকাছেও কেউ নেই। ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদ সমান তিনবার করে চ্যাম্পিয়ন হয়েছে। অথচ দুবার ফাইনাল খেলা রোমার জেতা হলো না একবারও।

Link copied!