নারী বিশ্বকাপ বাছাই : পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০৪:০০ এএম

নারী বিশ্বকাপ বাছাই : পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

মিডল অর্ডারে রুমানা আহমেদের দুর্দান্ত ব্যাটিং বদলে দিল ম্যাচের গতিপথ। জিম্বাবুয়ের হারারেতে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়ল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তান নারী দলের বিপক্ষে আজ ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২০২ রানের লক্ষ্যে পৌঁছে যান তারা ৪৯.৪ ওভারে। 

প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২০১ রান তুলেছিল পাকিস্তান। পরে ৪৯.৪ বলে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। রুমানা ৪৪ বলে ৫০ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া রিতু মনি ৩৩, শারমিন আক্তার ৩১ রান ও শেষ দিকে সালমা খাতুন ১৩ বলে ১৮ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেন।

এ নিয়ে সর্বশেষ চার দেখায় পাকিস্তানের বিপক্ষে তিন জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ বাছাইয়ের রাস্তা অনেকটাই সহজ হয়ে গেল বাংলাদেশের। 

বাংলাদেশি মেয়েরা প্রথম ঝলক দেখিয়েছে বোলিংয়ে। রিতু মনি, নাহিদা আক্তাররা মাত্র ৪৯ রানে তুলে নেন পাকিস্তানের প্রথম পাঁচ উইকেট। তখন মনে হচ্ছিল অল্পতেই হয়তো গুটিয়ে যাবে পাকিস্তান। কিন্তু নিদা দার ও আলিয়া রিয়াজ ষষ্ঠ উইকেট জুটিতে ঘুড়ে দাঁড়ালেন দুর্দান্তভাবে।

ষষ্ঠ উইকেটে ১৩৭ রান তুলে পাকিস্তানকে শক্ত সংগ্রহ এনে দেন দুজন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানে থামে পাকিস্তান। নিদা ১১১ বল খেলে ৪টি চার ২টি ছয়ে ৮৭ রান করেন। আলিয়া ৮২ বলে করেন ৬১ রান। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও রিতু মনি।

২০১ রানের জবাব দিতে নেমে ১০ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে হারানো বাংলাদেশ বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি শুরুর দিকে। ফারজানা হক ও শারমিন আক্তার উইকেটে সেট হলেও দ্রুত রান তুলতে পারছিলেন না। শারমিন দলীয় ৮০ রানের মাথায় আউট হওয়ার আগে ৩১ রান করতে খেলেছেন ৬৭ রান। ফারজানা খানিক বাদে ফিরেছেন ৯০ বলে ৪৫ রান করে।

কিন্তু এরপর রুমানা আহমেদ ক্রিজে আসতেই পাল্টে গেল ম্যাচের দৃশ্য। চাপের মধ্যে ভেঙে না পড়ে রিতু মনিকে নিয়ে পাল্টা আক্রমন করেন রুমানা। তাতে সফলও হয়েছেন। রিতু ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে ফিরলে শেষ দিকে ১৮ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছেন সালমা খাতুন। রুমানা শেষ পর্যন্ত ৪৪ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসে চারের মার ৬টি।

Link copied!