পাঁচ বিশ্বকাপ খেলা কিংবদন্তি গোলকিপার কারভাহাল মারা গেছেন

ক্রীড়া প্রতিবেদক

মে ১১, ২০২৩, ০৬:২৭ পিএম

পাঁচ বিশ্বকাপ খেলা কিংবদন্তি গোলকিপার কারভাহাল মারা গেছেন

মেক্সিকোর কিংবদন্তি ফুটবলার এবং প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে খেলা আন্তনিও কারভাহাল মারা গেছেন। মেক্সিকো জাতীয় দলের এই সাবেক গোলরক্ষক মঙ্গলবার প্রয়াত হয়েছেন ৯৩ বছর বয়সে। মেক্সিকো ও বিশ্ব ফুটবলের আইকন কারভাহাল ‘টোটা’ নামেও পরিচিত ছিলেন।

কারভাহাল মেক্সিকোর হয়ে ১৯৫০ (ব্রাজিল), ১৯৫৪ (সুইজারল্যান্ড), ১৯৫৮ (সুইডেন), ১৯৬২ (চিলি) ও ১৯৬৬ (ইংল্যান্ড) ফিফা বিশ্বকাপে খেলেছিলেন। দীর্ঘ ৩২ বছর তাঁর গড়া এই রেকর্ড অক্ষুণ্ন ছিল। ১৯৯৮ বিশ্বকাপে জার্মান মিডফিল্ডার লোথার ম্যাথিউস সেই রেকর্ডে ভাগ বসান।

কারভাহাল মেক্সিকো জাতীয় দলের হয়ে ৪৭ টি ম্যাচ খেলেছেন।

কারভাহালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ফিফা। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক শোকবার্তায় বলেছেন, এটি অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা পাঁচটি ফিফা বিশ্বকাপে খেলা প্রথম খেলোয়াড় আন্তোনিও কারভাহালের প্রয়াণের বিষয়ে খবর পেয়েছি। আমি তাঁর পরিবার এবং সমস্ত মেক্সিকান ভক্তদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি যারা তাঁর প্রয়াণে এ মূহুর্তে শোক প্রকাশ করছেন।

সূত্র: ফিফা ডট কম

Link copied!