পাঁচদিন লড়তে চায় বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

মে ১৫, ২০২২, ০৭:১৫ এএম

পাঁচদিন লড়তে চায় বাংলাদেশ

 

জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করার লক্ষ্যে শ্রীলংকার বিপক্ষে পাঁচ দিনই আধিপত্য বিস্তার করে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। শেষ দুই বছর প্রতিপক্ষের উপর পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করে কখনোই খেলতে পারেনি বাংলাদেশ। যে কারণে  লংগার ভার্সনে এখনো  নিজেদেরকে শক্তিশালী করতে পারেনি  টাইগাররা।

গত দুই বছরে, বাংলাদেশ অন্তত তিনটি টেস্টের প্রথম চারদিনে জয়ের পথেই ছিল।  এরমধ্যে একটি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে। কিন্তু পঞ্চম দিনে এক খারাপ সেশনের কারনে হারের মাশুল গুনতে হয় টাইগারদের।

তাই আজ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের আগে দলকে সতর্ক  করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। মুমিনুল বলেন, ‘আমরা যা করতে চাই, সেটি হল পুরো পাঁচ দিন ভালো খেলা এবং পুরো পাঁচ দিন প্রতিপক্ষের উপর আধিপত্য বিস্তার করা। এটি আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ।’ তিনি আরও বলেন, ‘প্রতিপক্ষ কি পরিকল্পনা করছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা শুধু ভাবছি, কিভাবে আমরা পুরো পাঁচ দিন ভালো বোলিং করতে পারি এবং ভালো ব্যাট করতে পারি।’

এদিকে সাকিব আল হাসান ফেরায় চনমনে বাংলাদেশ। পূর্ণ শক্তি পেয়ে গেছে টাইগাররা। এবার ম্যাচটিতে জিততে হবে। স্পোর্টিং উইকেট হবে। বাংলাদেশ কে অনেক অঙ্ক মেলাতে হবে। তিনটি পেসার নিয়ে খেলতে পারে তারা। 

প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন। 

 

Link copied!