আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

প্রথমবারের মত কালো জার্সিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

জুন ১৯, ২০২৩, ১২:৩২ এএম

প্রথমবারের মত কালো জার্সিতে ব্রাজিল

ফুটবলে বর্ণবাদের কালো থাবার প্রতিবাদে কাল প্রথমবারের মত কালো জার্সিতে দেখা গেছে ব্রাজিলকে। গিনির বিপক্ষে স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল কার্যত ব্রাজিলের বর্ণবাদ বিরোধী প্রচারণারই একটি অংশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ গোলে। ম্যাচটিতে গোল করেছেন সম্প্রতি সবচেয়ে বেশীবার বর্ণবাদের শিকার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর এটি ব্রাজিলের প্রথম জয়। এর আগে মার্চে খেলা প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ব্রাজিল।
এর আগে সপ্তাহের শুরুতে স্প্যানিশ ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের  অংশ হিসেবে আগামী বছর মার্চে সান্তিয়াগো বার্নাব্যুতে একটি ম্যাচ আয়োজনের যৌথ ঘোষনা দিয়েছে।

Link copied!