ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি। করোনায় ভেন্যু সংখ্যা কমে গেলেও ১২ দলের এই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ কমছে না এতটুকুও। বড় দলগুলোর সঙ্গে হুংকার দিচ্ছে মাঝারি কিংবা অপেক্ষাকৃত ছোট দলও! রোববার । ‘প্রাণের খেলা ফুটবল’ স্লোগানে বনানীর এক হোটেলে অনুষ্ঠিত লোগো উম্মোচন ও ক্যাপ্টেন্স মিটে লিগ নিয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান ১২ দলের অধিনায়ক। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি এমপি, সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া ও টিভিএস অটো বাংলাদেশের ম্যানেজিং ডাইরেক্টর জে. ইকরাম হোসেন।
প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জেতার জন্য মুখিয়ে বসুন্ধরা কিংস অধিনায়ক রবিনিয়োও। তার কথায়, ‘এখানে খেলতে পেরে খুবই খুশি। ব্রাজিলে থাকা পরিবার ও বন্ধুরাও খুশি। একটা কাপ (ফেডারেশন কাপ) মিস করেছি, এটা কোনও ব্যাপার নয়, এটাই ফুটবল। কখনও জিতবো, কখনও হারবো। কিন্তু চেষ্টা করবো লিগ শিরোপা জেতার।’ ট্রেবল জয়ের অপেক্ষায় থাকা আবাহনীর অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন বলেন, ‘আমরা লিগের জন্য ভালো প্রস্তুতি নিয়েছি। যদিও সহজ নয়, তবে শিরোপার জন্য খেলবো এবং আশা করি শিরোপা জিতবো।’
শিরোপা চান সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামাল ভূঁইয়াও। তবে কঠিন চ্যালেঞ্জের কথাও মাথায় রাখতে হচ্ছে তাকে, ‘অবশ্যই আমরা এ বছর জয়ের চেষ্টা করবো। যদিও কঠিন। সিনিয়র সহসভাপতি (আবদুস সালাম মুর্শেদী) বলেন, ৫ থেকে ৭টা দল শিরোপার জন্য লড়বে। আমরাও সর্বোচ্চ চেষ্টা করবো।’ মোহামেডানের মালির অধিনায়ক সোলেমানে দিয়াবাতে অবশ্য লিগে সেরা চারটি দলের একটি হতে চাইছেন, ‘আশা করি মোহামেডান ভালো করবে। সেরা চারে থেকে লিগ শেষ করতে চাই আমরা।’ মুক্তিযোদ্ধার জাপানি ফুটবলার তেতসুয়াকি মিসুয়া যেমন মজা করে বলেন, ‘আই লাইক কাচ্চি বিরিয়ানি।’ বিরিয়ানির লোভ সামলাতে বললেন রহমতগঞ্জের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ। তার কথা, ‘শুধু বিরিয়ানি খাওয়ার কারণে পেট বেড়ে গিয়েছিল। এগুলো তো ক্লাব করে না, ব্যক্তিগতভাবে করি। তো আমরা চাইলেই এই অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারি।’ শেখ রাসেলের অধিনায়ক আশরাফুল রানা বলেন, ‘আসলে জেমি আসার পর থেকে আমাদের কিছু পরিবর্তন এসেছে। আমাদের বাঙালি প্লেয়ারদের খাবারের প্রতি দুর্বলতা আছে। এখন আমাদের ফিটনেসের উন্নতি হয়েছে।’ শেখ জামাল অধিনায়ক সলোমন কিং অবশ্য গোলের সংখ্যা বাড়াতে চান, ‘ব্যক্তিগতভাবে আমি গোল করতে চাই। কিন্তু দলীয়ভাবে আমরা যত বেশি গোল করব, দলের জন্য সেটা আরও ভালো। আমি আশা করি, আমরা ব্যক্তিগতভাবে নয় দলীয়ভাবে আরও বেশি গোল করব লিগে।’ এদিকে লিগের ভেন্যু আরও কমতে পারে বলে জানা গেছে। চারটি নয়,তিনটি ভেন্যুতে আপাতত হবে লিগের খেলা। করোনার কারণে আর্মি স্টেডিয়ামে খেলা চালানোর অনুমতি এখনও পায়নি বাফুফে।