মুমিনুল হকের দলের সামনে একটাই মিশন— পোর্ট এলিজাবেথে জয় তুলে নেওয়া। অধিনায়ক অবশ্য সেটি জোর দিয়েই বলেছেন, বাংলাদেশ দ্বিতীয় টেস্টে আরামে বাউন্স ব্যাক করতে পারবে, অর্থ্যাৎ ঘুরে দাঁড়াতে পারবে।
প্রথম টেস্টে বাংলাদেশ হারে ২২০ রানের বড় ব্যবধানে। ২৭৪ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৫৩ রানে অলআউট হয়। ডারবানের কিংসমিডে যা সর্বনিম্ন দলীয় স্কোর। আর বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন। ব্যাটসম্যানদের বিব্রতকর পারফরম্যান্সেই এমন বাজে ফল। মুমিনুলের প্রত্যাশা এ সব ভুলে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
এই টেস্ট বাংলাদেশ দলের জন্য আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। দল থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বাংলাদেশ যদি ৩ পেসার নিয়ে খেলে খালেদ আহমেদ-ইবাদত হোসেনের সঙ্গে দেখা যেতে পারে আবু জায়েদ রাহীকে।
এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতেন টাইগাররা।