বাংলাদেশ যে কোনো দলকেই হারাতে পারে: তামিম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২১, ০৮:৩৩ পিএম

বাংলাদেশ যে কোনো দলকেই হারাতে পারে: তামিম

ওয়ানডেতে বাংলাদেশ বিশ্বের সব বড় দলকেই হারিয়েছে। টাইগারদের সামনে এখন আবার ওয়ানডে মিশন। লড়তে হবে নিউজিল্যান্ডের মাটিতে, তাদের বিপক্ষে। এই কঠিন লড়াইয়ে নামার আগে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল জানালেন, যে কাউকেই হারাতে পারে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে তামিমের এটাই প্রথম বিদেশ সফর। সুদূর নিউজিল্যান্ড থেকে বার্তা পাঠিয়ে নিজের অনুভুতি প্রকাশ করেছেন ওয়ানডে অধিনায়ক। দ্য রিপোর্টের পাঠকদের জন্য তা হুবুহু তুলে ধরা হলো। 

কোয়ারেন্টিনে কেমন লাগছে? 

তামিম: কেমন লাগছে এটা... (হাসি), ঠিক আছি। এটা তো এখন আসলে মেনে নিতে হবে। যেখানেই যাব সেখানেই এই নিয়ম-কানুন থাকবে। ঠিক আছে, অত খারাপ না।' 

দুই দিন পরেই অনুশীলন শুরু। ফিরলেই সব স্বাভাবিক হবে কী না? 

তামিম: হ্যা, একটু হয়ত প্রথম একটা-দুইটা সেশন একটু ডিফিকাল্ট হবে। যেহেতু খুব মিনিমাম মুভমেন্ট ছিল আমাদের। তো একটা দুইটা সেশনের পর আমার মনে হয় ঠিক হয়ে যাবে। সাথে পরশুদিন হতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা জিমও করতে পারব মনে হয়। তো যখনই জিম করা শুরু করব আরো বডিটা ইউজডটু হওয়া শুরু হবে। ইন শা আল্লাহ সমস্যা হবে না।

অধিনায়ক হিসেবে আপনার প্রথম সফর৷ বিষয়টা কীভাবে দেখছেন...

তামিম: আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসাবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হবার আগে আমাদের যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা দল হিসাবে তৈরি হতে পারব। সত্যি কথা আমি যা অনুভব করি, দলের সবার সাথে কথা বলে যা অনুভব করেছি সবাইই ভাল করতে চায় বাংলাদেশ দলের জন্য। 

বাংলাদেশের সম্ভাবনা কেমন দেখছেন?

তামিম: আমরা আশাবাদী ইন শা আল্লাহ, দেখা যাক। যেটা আমি সবসময়ই বলি বাংলাদেশ দলের ঐ সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের প্ল্যান এক্সিকিউট করি, সবাই যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, সবাই একসাথে ভালো পারফর্ম করি আমরা যেকোন দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাইই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।

অনুশীলন নিয়ে কী ভাবনা?

তামিম: কালকে যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে আমরা পরশু দিন থেকে জিম ইউজ করতে পারব। এখানে দুইটা জিম আছে নিচে যেখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে যেয়ে ইউজ করতে পারব সাথে ৮ নম্বর দিন থেকে যদি সব ঠিকঠাক থাকে তখন আমাদের ছোট ছোট গ্রুপে প্র্যাকটিসের জন্য অ্যালাও করা হবে। যেখানে আমরা মাঠে যেয়ে প্র্যাকটিস করতে পারব। আমি এটার দিকেই তাকিয়ে আছি। অনেকদিন হয়ে গেল, এগুলো যখনই শুরু হয়ে যাবে তখনই আশা করি আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটে ফিরে আসবে।

Link copied!