বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২২, ০৯:৪৭ পিএম

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ

আর্জেন্টিনার গ্রুপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে করা মেসির গোলের পর বাংলাদেশের আর্জেন্টিনারে ভক্তদের সেই গোল উদযাপনের ভিডিও নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমের। এরপর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করে সামাজিক মাধ্যমে। এবার বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আমরা জানি আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার মাত্রা কতটা। গতকাল এএফএ যেমন টুইট করেছে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে। অন্য দেশেও যখন আর্জেন্টিনার প্রতি এতটা ভালোবাসা, উন্মাদনা থাকে, কেমন লাগে বিষয়টা?

উত্তরে স্কালোনি ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের, ‘আমি রোমাঞ্চিত। অনুভূতি, অনুভূতিটা হচ্ছে, অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত। আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, তবে অনেক কিছু হতে পারে। তবে অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’

Link copied!