বাংলাদেশের ক্রিকেটে উন্নতি দেখে খুশি সিডন্স

ক্রীড়া ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০২:৩২ এএম

বাংলাদেশের ক্রিকেটে উন্নতি দেখে খুশি সিডন্স

বাংলাদেশ দলে প্রতিভাবান ক্রিকেটার দেখে উচ্ছসিত নতুন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। তার মতে  দলে অনেক  প্রতিভাবান ক্রিকেটার থাকায় নিজের  কাজ অর্ধেক হয়ে যায়। 

বাংলাদেশের সাবেক কোচ সিডন্স বলেন, শুধুমাত্র  খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং বিদেশী কন্ডিশনে উন্নতি করার কৌশল জানা দরকার।

তার মতে, এটা প্রমানিত যে, বাংলাদেশ সব সময়ই  হোম কন্ডিশনে একটি শক্তিশালী দল। কারণ ২০১৪ সালের জুন থেকে সর্বশেষ ১৩টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ১২টিতেই জিতেছে টাইগাররা। কিন্তু টাইগারদের এখন প্রধান চ্যালেঞ্জ  বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে ম্যাচ জেতা।

বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে আসার পর আজ প্রথম সাংবাদিকদের সামনে আসেন সিডন্স।  তিনি বলেন,দলে  চার/পাঁচজন  ছয় ফুট লম্বা  ফাস্ট বোলার রয়েছে, যারা ঘন্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে পারে। সত্যিই  এটা আমাকে উৎফুল্ল  করেছে।  তাছাড়া রয়েছে বিশ্ব  এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। যে কিনা খেলা প্রতিটি ম্যাচে ব্যাট অথবা বল হাতে অবদান রাখছেই।’

সিডন্স বলেন, ‘আমি ইতোমধ্যে দু’টি ম্যাচে কিছু তরুণ প্রতিভা দেখেছি। মিরাজ, আফিফ এবং লিটন, তারা মানসম্পন্ন, ক্লাসিক এবং শান্ত প্রকৃতির ক্রিকেটার। যারা আরও ভাল করবে। তারা যত বেশি খেলবে, তত বেশি বড়  ম্যাচে পারফর্ম করবে। এসব আমাদের ছেলেদের জন্য চাপের খেলা। এই খেলাগুলো তাদের জিততেই হবে। তরুণ খেলোয়াড়রা উঠে আসছে, যা দেখতে দারুণ। আমাদের পরিচিত সিনিয়র খেলোয়াড়রাও এক পর্যায়ে জ¦লে উঠবে। কিন্তু তাদের সহায়তা করার জন্য তরুণ খেলোয়াড়দেও প্রয়োজন। এটি গুরুত্বপূর্ণ অংশ।’

Link copied!