বিপিএলের দায়িত্ব নিলে এক-দুই মাস লাগবে সব ঠিক করতে: সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ১১:২৫ পিএম

বিপিএলের দায়িত্ব নিলে এক-দুই মাস লাগবে সব ঠিক করতে: সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে বিতর্ক জড়িয়ে থাকে সবসময়। প্রতিবারই ঘটে নতুন ঘটনা। এবারের বিপিএলেও নেই ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। এ নিয়ে সমালোচনা হচ্ছে বেশ।

এসময় সাকিবের কাছে জানতে চাওয়া হয়, বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে তিনি কী করবেন? বিশ্বসেরা অল-রাউন্ডার সোজাসুজি বলে দেন, 'আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে। ' এরপর অনিল কাপুর অভিনীত বলিউডের ‘নায়ক’ সিনেমার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘"নায়ক" সিনেমা দেখেছেন না? এক দিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে সে সব করতে পারে।’

‘এই পুরো সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে। ’

স্পন্সর সংকট নিয়ে সাকিব বলেন, ‘আমার ধারণা এটা মার্কেটিংয়ের জায়গা থেকে বড় একটি ব্যর্থতা। যে কারণে আমরা সেই রকম একটা বাজার তৈরি করতে পারিনি। (ডিআরএস নেই) বাজে সঙ্কট সম্ভবত। স্বদিচ্ছা থাকলে কোনো কিছু থেমে থাকার কারণ দেখি না। আমি তো কোনো কারণই দেখি না ডিআরএস না থাকার, তিন মাস আগে ড্রাফট বা অকশন না হওয়ার এবং দলগুলো এক মাস আগে ঠিক হবে না। ’

Link copied!