ডিসেম্বর ২০, ২০২২, ১২:৫৩ পিএম
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আর এরপরই উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইনরা। পরে বিশ্বকাপ জয় উদযাপনে দেশে জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা।
প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ আর্জেন্টিনায় আজ সাধারণ ছুটি ঘোষণা করেছেন। মেসিদের বহনকারী বিমান এজেইজা বিমানবন্দরে নামার কথা বাংলাদেশ সময় বেলা ১১টা ২৫ মিনিটে। আজ মঙ্গলবার এই রাষ্ট্রীয় ছুটির দিন নির্ধারণ করা হয়েছে।
ছুটির দিনে বিশ্বজয়ী ফুটবলারদের সঙ্গে সকলে যাতে আনন্দের আতিশয্যে হারিয়ে যায়, তার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। কাতার থেকে আর্জেন্টিনায় পৌঁছানো বিশ্বজয়ী দলটির সঙ্গে সমর্থক ভক্তরা এয়ারপোর্ট থেকে বুয়েন্স আয়ার্সের ওবেলিস্কেতে এসে বিজয় উদযাপন করছেন।
আর্জেন্টিনার মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মেসিরা ট্রফি নিয়ে রাস্তায় ঘুরবেন ছাদ খোলা বাসে। এমন আনন্দের দিনে কি আর অফিস–আদালত বা স্কুল–কলেজ করা যায়! আজকের দিনটা আকাশি–নীলের, আজকের দিনটা হোক উৎসব আর আনন্দে মেতে ওঠার।