বক্সিং ডে টেস্টের আগে ভারতীয় পেসারদের প্রশংসায় ভরালেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। বিশেষ করে যশপ্রীত বুমরাহকে নিয়ে প্রোটিয়া বাহিনী যে বেশ আতঙ্কে, তা ধরা পড়েছে তাঁর কথাতেই। এলগার জানিয়েছেন, ‘বুমরাহ বিশ্বমানের পেসার। বিদেশের মাটিতে ওর পারফরম্যান্স আমরা দেখেছি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বিপক্ষের কোনও বোলার যদি আমাদের শেষ করে দিতে পারে, তার নাম বুমরাহই। তবে একজন ক্রিকেটারকে নিয়ে ভাবলে হবে না। ভারতীয় পেস আক্রমণ খুবই ঝাঁঝাল। বিগত দু-তিন বছরে দেশে-বিদেশে ওরা দুর্দান্ত বোলিং করছে। তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে আমাদের পরিকল্পনা সঠিকভাবে রূপায়ণ করতে হবে।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে আজ পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। এবার সেই আক্ষেপ মেটানোর সুযোগ রয়েছে কোহলি বাহিনীর সামনে। কারণ, এলগারের নেতৃত্বাধীন প্রোটিয়া বাহিনীতে অনভিজ্ঞতার ছাপ স্পষ্ট। এবি ডি’ভিলিয়ার্স, ডেল স্টেইন, ফাফ ডু’প্লেসি, হাশিম আমলা, ভেরনন ফিলান্ডারের মতো তারকারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন। চোটের কারণে ছিটকে গিয়েছেন পেসার অ্যানরিখ নটর্জেও। তাই ঘরের মাঠে বেশ চাপে থেকেই শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তবে পেসারদের কাঁধে ভর করে এবারও সিরিজ জেতাই যে তাঁদের লক্ষ্য, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। এলগার বলেন, ‘দক্ষিণ আফ্রিকার উইকেটে পেসারদের জন্য বাড়তি রসদ সব সময়ই থাকে। এবারও তার অন্যথা হবে না।’