অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডার্বিতে রিয়াল মাদ্রিদকে হারের হাত থেকে বাঁচিয়েছিলেন করিম বেনজেমা। সে যাত্রায় ১-১ গোলে ড্র হয়েছিল। আবারো লস ব্ল্যাঙ্কোসদের বাঁচালেন তিনি। স্প্যানিশ লা লিগায় শনিবার করিম বেনজেমার জোড়া গোলে ২-১ ব্যবধানে এলচেকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ১ গোলে পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। বেনজেমা ২টি গোল করে রিয়ালকে হারের হাত থেকে বাঁচান ও জয় উপহার দেন।
রিয়াল মাদ্রিদ ও এলচের প্রথমার্ধের খেলায় কেউ গোল পায়নি। ৬১ মিনিটে এলচে এগিয়ে যায় ডানি কালভোর গোলে। ৭৩ মিনিটে বেনজেমা গোলটি শোধ করে দেন। অতিরিক্ত সময়ে (৯০+১) জয়সূচক গোলটি আবার করেন বেনজেমা। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে রয়েছে। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় বার্সেলোনা ও ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ (২৭ ম্যাচ)।
আজ রাতেই অ্যাটলেটিকো মাদ্রিদ গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করে (০-০)। তারা জিতে গেলে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান বেড়ে যেতো।