ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'এইচ' গ্রুপের ম্যাচে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের রুখে দিল বেনফিকা। পিএসজির সঙ্গে ১-১ গোলে এই ড্র আসরের নকআউট পর্বে খেলার স্বপ্ন দেখাতে শুরু করেছে এই পর্তুগিজ দলটিকে। তিন ম্যাচ শেষে পিএসজির সমান তাদের খাতায়ও যুক্ত হয়েছে ৭ পয়েন্ট।
বেনজেমার ভুলে ম্যাচের প্রথম মিনিটেই প্রায় গোল হজম করতে বসেছিল পিএসজি। তারপর বেনফিকার ৩টি আক্রমণ রুখে গোলপোস্টকে রক্ষা করলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। মাঝে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু আত্মঘাতী গোল হজম করে দমে গেল চ্যাম্পিয়নদের জয়ের ইচ্ছা। খেলার বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করলেও গোলের দেখা মেলেনি তাদের।
বল দখলের লড়াইয়ে কিছুটা পিছিয়ে থাকলেও দারুণ সব আক্রমণে ভীতি ছড়িয়েছিল স্বাগতিকরাই। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখে পিএসজি। অন্যদিকে ৮টি শট নিয়েই ৬টি লক্ষ্যে রাখে বেনফিকা।
বল জালে জড়ানোর দারুণ সব সুযোগ ছিল দুই দলের। প্রতিপক্ষের মাঠে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বেশ চেপে ধরেছিল পিএসজি। পাল্টা আক্রমণ করে তাদের জন্য ভীতিকর হয়ে উঠছিল বেনফিকাও। তবে শেষ পর্যন্ত গোলের দেখা না পেয়ে ড্র নিয়েই মাঠ ছাড়ল দুই দল।