ব্রাজিলের কোচ হতে গেলে সাফল্য লাগবে, এনরিকের নাম আসছে কেন: স্কলারি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০২:১১ পিএম

ব্রাজিলের কোচ হতে গেলে সাফল্য লাগবে, এনরিকের নাম আসছে কেন: স্কলারি

বিশ্বকাপ ব্যর্থতার পর ব্রাজিলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন তিতে। এরপর এক মাসেরও বেশি সময় কেটে গেছে, নতুন কোচ বাছাই করতে পারেনি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

তবে শোনা যাচ্ছে, প্রায় ২০ বছর ধরে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফির অপেক্ষায় থাকা ব্রাজিল দলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে ইউরোপীয় কাউকে। ইউরোপীয় কোচদের মধ্যে নাম এসেছে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি, এএস রোমার জোসে মরিনিও ও কাতার বিশ্বকাপে স্পেনের কোচ লুইস এনরিকের।

জানা গেছে, লুইস এনরিকের কাছে প্রস্তাব নিয়ে যাবেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ। গোলডটকম জানিয়েছে, লুইস এনরিকেকে রাজি করাতে তাঁর সঙ্গে কথা বলেছেন রোনাল্ডো। ব্রাজিলিয়ান গণমাধ্যম ইউনিভার্সোর খবর, জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির শুরুতে নতুন কোচের নাম ঘোষণা করবে সিবিএফ।

স্পেনের কোচ হওয়ার আগে এনরিকে রোমা, সেল্টা ভিগো ও বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বার্সাকে তো ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতিয়েছেন। কিন্তু স্পেনের কোচ হিসেবে তিনি কতটা সফল, সে প্রশ্ন তুলেছেন স্কলারি। ২০১৮ বিশ্বকাপের পর থেকে এনরিকে স্পেনের কোচ। চার বছর দায়িত্ব পালন করেছেন। স্পেনকে পাসিং ফুটবল খেলিয়েছেন। কিন্তু দলটার সাফল্য তেমন নেই।

স্কলারি বলেছেন, ‘এনরিকেকে কেন বিবেচনা করা হচ্ছে। সে আসলে কোচ হিসেবে কী জিতেছে? সে ভালো কোচ। কিন্তু ব্রাজিলের কোচ হতে তো সাফল্য থাকতে হবে। কী দেখে তাঁর কথা ভাবা হচ্ছে! মরিনিও তো তা–ও কিছু জিতেছে। তাঁর একাধিক সাফল্য আছে। আমি মনে করি ব্রাজিলের কোচ হিসেবে দক্ষিণ আমেরিকারই কাউকে নিয়োগ দেওয়া উচিত। ইউরোপের কাউকে নয়।’

Link copied!