প্রথমে মেসি, এরপর আর্জেন্টিনাকে সমর্থন করছেন ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:৪৮ এএম

প্রথমে মেসি, এরপর আর্জেন্টিনাকে সমর্থন করছেন ব্রাজিলের বিশ্বজয়ী অধিনায়ক কাফু

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। আগামী রোববার লুসাইল স্টেডিয়ামে এই ফাইনালে মুখোমুখি হবে দুই দল। ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইনদের মধ্যে পেলে ও ম্যারাডোনার মধ্যে কে সেরা, এ নিয়ে বিতর্ক চিরকালীন। তবে ফাইনালে মেসি এবং তাঁর দল আর্জেন্টিনাকে সমর্থন করছেন অনেক ব্রাজিল সমর্থক।

এবার রোনালদোর বিশ্বজয়ের সারথী, ব্রাজিলের সবশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মেসি আর তার দল আর্জেন্টিনাকেই সমর্থন দেবেন তিনি।

এক জরিপে উঠে এসেছে, দেশটির ৬০ শতাংশ মানুষই চান না মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, যাদের মধ্যে রোনালদো নাজারিও একজন। তবে দেশটির ৩৩ শতাংশ মানুষ লাতিন আমেরিকার দল হিসেবেই হোক কিংবা লিওনেল মেসির জন্য, বিশ্বকাপ জিততে দেখতে চান আর্জেন্টিনাকে; ব্রাজিলের সবশেষ বিশ্বজয়ী অধিনায়ক কাফু সেই দলে।

সম্প্রতি ওলে ক্লারিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি প্রথমে মেসির, এরপর আর্জেন্টিনার সমর্থন দেবো। কেন আমি মেসিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইব না?’

ব্রাজিল নেই, তাই কাফুর আশা, মেসিই জিতবেন বিশ্বকাপ। বললেন, ‘ব্রাজিল না থাকলে আমি মেসিরই সমর্থন দেবো। সে একটা দারুণ বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথম ম্যাচটা হারের পর সে আর আর্জেন্টিনা বড় সমালোচনার মুখেই পড়ে গিয়েছিল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কাতেও পড়ে গিয়েছিল।’

Link copied!