নিয়মিত ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা নতুন একটি চিন্তা এনেছেন মাথায়। আইসিসির আগামী বৈঠকে এই নিয়ে আলোচনা করবেন বলেও জানিয়েছেন রমিজ।
রমিজের বিকল্প রাস্তাটি হলো, দ্বিপক্ষীয় সিরিজে ভারত-পাকিস্তান যদি মাঠে না নামে, চার দলের টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে। এমনিতে প্রতি বছর কোনো না কোনো আইসিসি টুর্নামেন্ট হয়। সেটির ফাঁকে যদি চার দল নিয়ে একটি টুর্নামেন্ট আয়োজন করা যায় ভারত-পাকিস্তানকে নিয়ে, তাহলে নিয়মিত মাঠের লড়াইয়ে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবে।
এক্ষেত্রে ভারত-পাকিস্তানের সঙ্গে অন্য দুটি দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে চান রমিজ। প্রতি বছর এই চার দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিতে যাচ্ছেন আইসিসির বৈঠকে।