ভারতের কাছে পরাজয় বরণ বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৯, ২০২২, ১২:৩৩ এএম

ভারতের কাছে পরাজয় বরণ বাংলাদেশের

পাকিস্তানের পর ভারতের কাছেও অসহায় আত্মসমর্পণ করলো বাংলাদেশ। নারী এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে করুণভাবে পরাজয় বরণ করলো নারী ক্রিকেট দল। ভারতের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাটিং শুরু করে ১০০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

গত ম্যাচে টসভাগ্যও সহায় ছিল না বাংলাদেশের। টসে জিতে ব্যাটিং নিয়ে দুর্দান্ত খেলা শুরু হয় ভারতের। স্মৃতি ও  শেফালির দারুণ ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ভারত সংগ্রহ করে ৫৯ রান। বাংলাদেশের প্রথম শিকার হয়ে ৪৭ রানে ফেরত যান স্মৃতি মান্ডানা। দলীয় রান তখন ৯৬।

৪৪ বলে ৫৫ রান নিয়ে দলের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন শেফালি। তার হাত ধরেই নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হাতে নিয়ে দলের রানের খাতা বন্ধ হয় ১৫৯ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ।

এ দিকে, ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ব্যাটসম্যান মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি দলের খাতায় ৪৫ রান যোগ করলেও খেলে ফেলেন ৯.১ ওভার। ২৫ বলে ২১ রান করে মুর্শিদা ও ৪০ বলে ৩০ রান করে ফারজানা ফেরেন সাজঘরে।

তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা চেষ্টা করেন রানের গতি বাড়িয়ে জয়কে কাছে আনার। কিন্তু তার ২৯ বলে করা ৩৬ রান দলকে জয়ের মুখ দেখাতে পারেনি। অন্য ব্যাটসম্যানদের ব্যাটে রান না আসায় বাংলাদেশের ইনিংস থেকে গেল ১০০ রানেই।

Link copied!