মরিনহোকে কোচ হিসেবে পাচ্ছে ব্রাজিল?

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৫:১৩ এএম

মরিনহোকে কোচ হিসেবে পাচ্ছে ব্রাজিল?

কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন ব্রাজিলের কোচ তিতে। তিতের উত্তরসূরী হিসেবে নতুন কাউকে জলদিই নিয়োগ দিতে চাইছে ব্রাজিল। কে পাবেন এই গুরুদায়িত্ব! নামের তালিকায় গার্দিওলা ও আনচেলত্তির পর শোনা যাচ্ছে হোসে মরিনহোর নাম। যদিও ইউরোপীয় গণমাধ্যমগুলো দাবি করছে, ব্রাজিলের কোচ হওয়া নিয়ে ভাবছেন না মরিনহো, বরং ইতালিয়ান ক্লাব রোমার কোচ হয়ে সিরি-আ শিরোপা জয় করাই তাঁর মূল লক্ষ্য।

 

নেইমার-ক্যাসেমিরো-ভিনিসিয়ুসদের মতো টপ ক্লাস টিম নিয়েও ব্যর্থতায় বিশ্বকাপ স্বপ্ন চুরমার হয়ে গেছে ব্রাজিলের। কোচ তিতের কৌশল আর সাবস্টিটিউট প্ল্যানিং নিয়ে ক্ষুদ্ধ হয়ে ওঠে দেশের মানুষ। ব্যর্থতার দায় নিয়ে তিতে পদত্যাগ করায় নতুন কোচের সন্ধানে নামতে হয় ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, রিয়াল মাদ্রিদের কার্লো অ্যানচেলত্তি, বিখ্যাত হোসে মরিনহো- তালিকায় হোমরাচোমড়াদের নাম বাড়ছেই। নামের তালিকায় বড় বড় নামকরা কোচদের নাম থাকলেও কে হবে শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ সেটাই দেখার বিষয়। 

২০২১ সাল থেকে ইতালিয়ান ক্লাব রোমার সাথে চুক্তিবদ্ধ আছেন হোসে মরিনহো। ২০২৪ সাল পর্যন্ত রোমার কোচের দায়িত্বে থাকবেন দ্য স্পেশাল ওয়ান। ইউরোপের গণমাধ্যমগুলো ব্রাজিলের কোচ বাছাইয়ের তালিকায় মরিনহোর নাম দেখার পর বলছে, রোমে নাকি সুখেই আছেন ৫৯ বছর বয়সী এই কোচ। রোমার সাথে দারুণ বোঝাপড়া স্বপ্ন দেখাচ্ছে ইতালিয়ান লিগ সিরি আ' শিরোপা জয়ের।

তবে আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবে হোসে মরিনহোকে পেতে চলছে বেশ টানাটানি। কিছুদিন ধরেই খবর শোনা যাচ্ছে- তাঁকে দায়িত্ব দিতে চায় পর্তুগাল। ২০২৪ সালের ইউরোর জন্য জাতীয় দলে নাকি তাঁকে পেতে চাইছে পর্তুগিজরা। যদিও এ নিয়ে নাকি খুব একটা আগ্রহ দেখাননি মরিনহো। এবার মরিনহোকে পাওয়ার লড়াইয়ে নেমেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। জানা গেছে শিগগিরই মরিনহোর সাথে সামনাসামনি কথা বলতে ইতালিতে যাবেন ব্রাজিল ফেডারেশনের কর্মকর্তারা। যদি সুখবর পাওয়া যায় তাহলে সেলেসাওদের আর দ্য স্পেশাল ওয়ানের কম্বিনেশনে দারুণ এক ব্রাজিল ফুটবল দল পাবে বিশ্ব।  

Link copied!