মরুর বুকে কাল শুরু ক্রিকেটের অ্যারাবিয়ান নাইটস

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৫:১৯ এএম

মরুর বুকে কাল শুরু ক্রিকেটের অ্যারাবিয়ান নাইটস

করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কায় ভারতের বুকে অর্ধেক পর্যায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে গিয়েছিল। ভারতে নয়। সংযুক্ত আরব আমিরাতের মরুর বুকে যেন প্রতিদিন ব্যাট আর বলের ‘আরব্য রজনীর’ গল্প নিয়ে হাজির হবে। কাল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে লড়াই শুরু হবে চলতি বছরের দ্বিতীয় অংশের। 

বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান চলে গেছেন। মোস্তাফিজের রাজস্থান রয়েলস ২১ সেপ্টেম্বর পাঞ্জাবের সঙ্গে খেলবে। আর সাকিবের কলকাতা ২০ সেপ্টেম্বর রয়েল চ্যালেঞ্জারস বেঙ্গালুরুর মোকাবিলা করবে। 

আইপিএল খেলতে আরব আমিরশাহিতে পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকারা। সেন্ট কিটস অ্যান্ড নেভিস থেকে চাটার্ড বিমানে বৃহস্পতিবার রাতে আবুধাবিতে অবতরণ করেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন। তাঁদের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান টিম সেইফার্টও। এঁরা প্রত্যেকেই ক্যারিবিয়ান লিগে খেলছিলেন। বিমানবন্দরে নামার পরেই তাঁদের করোনা পরীক্ষা করা হয়। আপাতত এই তিন ক্রিকেটারকে কয়েকদিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শেষ পর্বে পেসার প্যাট কামিন্সকে পাচ্ছে না কেকেআর। তাঁর বদলে এসেছেন টিম সাউদি। কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিটির আইপিএলের শুরুটা আশানুরূপ হয়নি। সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে আছে কেকেআর। স্বাভাবিকভাবেই ইয়ন মরগ্যানদের প্লে-অফে যাওয়ার রাস্তা কঠিন। তবে বাকি ম্যাচগুলিতে দলের ঘুরে দাঁড়ানো নিয়ে আত্মবিশ্বাসী কোচ ব্রেন্ডন ম্যাকালাম।

অন্যদিকে কোয়ারেন্টাইন পর্ব সেরে অনুশীলনে নেমে পড়লেন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক হিসেবে মুম্বাইকে টানা তিনবার আইপিএল জেতানোর হাতছানি তাঁর সামনে। ক্রোড়পতি লিগের শুরুটাও মন্দ করেননি তাঁরা। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে রোহিত-ব্রিগেড।

Link copied!