মেসিদের বাংলাদেশে আনতে খরচ হবে ১০২ কোটি টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ০৮:০৫ এএম

মেসিদের বাংলাদেশে আনতে খরচ হবে ১০২ কোটি টাকা

আর্জেন্টিনাকে আবারও ঢাকায় এনে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এবারের বাফুফের উদ্যোগ আরও বেশি গুরুত্ব বহন করে। কারণ, আর্জেন্টিনা ঢাকায় এলে সেটা হবে বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রথম বাংলাদেশে আসা। আগামী জুন-জুলাইয়ে ফিফা উইন্ডোতে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়নদের ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ম্যাচ আয়োজনে বাফুফের খরচ হয়েছিল সাড়ে ৩ মিলিয়ন ডলার। এবার দেশটিকে আনতে দরকার হবে ৭ মিলিয়ন ডলারের মতো। আর প্রতিপক্ষ দল নিয়ে ম্যাচ আয়োজনে খরচ হতে পারে মোট ১০২ কোটি টাকা।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সোমবার বলেছেন, ‌'আমরা আর্জেন্টিনাকে আনার চেষ্টা করছি। এখনও জোরালো কিছু হয়নি। চেষ্টা করতে তো দোষের কিছু নেই। জুন-জুলাইয়ের আগে বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত হয়ে যাওয়ার কথা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। মার্চের ফিফা উইন্ডোতে সম্ভব নয়। জুন-জুলাইয়ে আমরা চেষ্টা করবো।’

Link copied!