মেসির অভিষেক, এমবাপ্পের ঝড়

ক্রীড়া ডেস্ক

আগস্ট ৩০, ২০২১, ০৮:৩১ এএম

মেসির অভিষেক, এমবাপ্পের ঝড়

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অভিষেক হলো লিওনেল মেসির। আর এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ফরাসি লিগে পিএসজি ২-০ গোলে হারায় রেইমসকে। মেসি নামার আগেই এমবাপ্পে ২টি গোল করে ফেলেন। 

এই লিগে পিএসজি ৪ ম্যাচের প্রতিটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। মেসির অভিষেকের আগে তারা ৩টি ম্যাচ খেলেছে। 

ম্যাচের ৬৫ মিনিটে নেইমারের বদলি হিসেবে মেসি খেলতে নামেন। প্রথম একাদশে ছিলেন ডি মারিয়া, এমবাপ্পে ও নেইমার। এমবাপ্পের সাথে জুটিবদ্ধ হয়ে মেসি দারুণ কিছু টাচ দেখিয়েছেন। পুরো স্টেডিয়ামে মেসি! মেসি!! রব উঠেছিল। 

নতুন যুগে প্রবেশ করলেন আর্জেন্টিনার ৩৪ বছর বয়সী এই ফুটবলার। অবশেষে ফ্রান্সে তার অভিষেক হয়েই গেল। গোল পাননি। তবে মুগ্ধ করেছেন দর্শকদের। 

এই ম্যাচের ১৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস থেকে হেডে গোল করেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষে এই ফল ছিল। রেইমসের একটি গোল অফসাইডে বাতিল হয়েছে। ৬৩ মিনিটে এমবাপ্পে আশরাফ হাকিমির পাস থেকে আবারো গোল করেন এমবাপ্পে। এর ২ মিনিট পর নেইমার বসে যান। আর তার বদলে আসেন মেসি। এমবাপ্পে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু এ দফায় সুযোগ হয়নি। মেসি ও এমবাপ্পে ওয়ান টু ওয়ান বেশ কয়েকবার আক্রমণে গেছেন। অসাধারণ জুটি। তবে আর ৪৭ ঘন্টা সময় রয়েছে। এমবাপ্পে চলে যেতে পারেন রিয়াল মাদ্রিদে। আর যদি না যান তাহলে মেসিকে সাথে নিয়ে আরো ভয়ংকর হয়ে উঠবেন তিনি। 

 

Link copied!